মহম্মদপুরে বিনামূল্যে চক্ষু শিবির: নতুন করে আলোর স্বপ্ন দেখছেন তিন শতাধিক মানুষ

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Aug 25, 2025 - 13:16
 0  4
মহম্মদপুরে বিনামূল্যে চক্ষু শিবির: নতুন করে আলোর স্বপ্ন দেখছেন তিন শতাধিক মানুষ

মাগুরার মহম্মদপুরে এক মানবিক উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন এলাকার তিন শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ। স্থানীয় সেবামূলক সংগঠন 'নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি'-এর এই মহতী আয়োজনে চিকিৎসা বঞ্চিত বহু মানুষ আশার আলো খুঁজে পেয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নহাটা ইউনিয়ন উপ-কেন্দ্রের প্রাঙ্গণ ছিল শত শত মানুষের পদচারণায় মুখর। অস্ট্রেলিয়ার স্বনামধন্য সংস্থা 'দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন'-এর অর্থায়নে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে খুলনা-শিরোমনি বি.এন.এস.বি. চক্ষু হাসপাতাল-এর একদল বিশেষজ্ঞ চিকিৎসক।

দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় তিনশত রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এদের মধ্যে ছানি পড়া, চোখের মাংস বৃদ্ধি ও অন্যান্য জটিল সমস্যায় আক্রান্ত ৩৫ জন রোগীকে অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

আয়োজকরা জানান, নির্বাচিত ৩৫ জন রোগীকে সেদিনই হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব পরিবহনে করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের থাকা-খাওয়া থেকে শুরু করে চোখের অপারেশনসহ সকল চিকিৎসার ভার বহন করা হচ্ছে। এই মানবিক উদ্যোগ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে এক আশীর্বাদ হয়ে এসেছে বলে মনে করছেন সকলে। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow