মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মাগুরার মহম্মদপুর উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মো. রোস্তম আলী শিকদার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ধুপুড়িয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
মুক্তিযুদ্ধসহ সামাজিক নেতৃত্ব ও রাজনৈতিক অঙ্গনে রোস্তম আলী শিকদার ছিলেন অত্যন্ত সম্মানিত এক ব্যক্তিত্ব। দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি স্ত্রী, চার পুত্র, চার কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার আছরের পর বিকেল ৪টা ৩০ মিনিটে পূর্বনারায়নপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাঁর প্রতি রাষ্ট্রের গভীর শ্রদ্ধা নিবেদন করে।
রাষ্ট্রীয় সম্মান প্রদানের সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বনি আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাঃ মতিউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা ডা. তিলাম হোসেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ নুর মহম্মদ, সেক্রেটারি মো. রেজাউল ইসলাম, টিএন্ডটির সাবেক কর্মকর্তা ও সমাজসেবক মো. জিয়াউল হক বাচ্চু, সমাজসেবক এম. খসরুল আলমসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর পূর্বনারায়নপুর গোরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
মহান এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ