টাকার লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 25, 2025 - 07:46
 0  13
টাকার লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা

মাত্র ৫০ টাকা! এই সামান্য অর্থের লোভ দেখিয়েই ১১ বছরের এক শিশুর নিষ্পাপ শৈশবকে গ্রাস করতে চেয়েছিল এক নরপিশাচ। সম্পর্কে সে প্রতিবেশী, বয়সে দাদা-নানার মতো। কিন্তু সেই পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল এক ঘৃণ্য লালসা। মুন্সীগঞ্জের শ্রীনগরে এই ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত রফিক ফকিরকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির সাহসিকতায় তার জঘন্য পরিকল্পনা ফাঁস হয়ে গেলে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার পশ্চিম দেউলভোগ গোল্ডেনসিটি এলাকায়, যেখানে বিশ্বাস আর নির্ভরতার সম্পর্কে চিড় ধরিয়ে দিয়েছে এই পাশবিক চেষ্টা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেনসিটি এলাকার জাকির মিয়ার টিনশেড বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকতো অভিযুক্ত রফিক ফকির এবং ভুক্তভোগী শিশুটির পরিবার। রোববার বেলা ১১টার দিকে রফিক ফকির শিশুটিকে একা পেয়ে তার হাতে ৫০ টাকার একটি নোট গুঁজে দেয়। এরপর শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়।

কিন্তু সেই নরপিশাচের উদ্দেশ্য সফল হয়নি। শিশুটি ভয় পেলেও কৌশলে সেখান থেকে ছুটে পালিয়ে যায় এবং পাশের ঘরের ভাড়াটিয়া নুপুর নামের এক নারীকে কান্নায় ভেঙে পড়ে সব খুলে বলে। নুপুর বিষয়টি আঁচ করতে পেরে এক মুহূর্ত দেরি না করে শিশুটির মাকে পুরো ঘটনা জানান। এরপরই পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকেই অভিযুক্ত রফিক ফকিরকে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা সাগর হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত রফিক ফকির উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ কোলাপাড়া গ্রামের মৃত সুর্যত আলীর ছেলে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "যৌন নিপীড়নের চেষ্টার সংবাদ পাওয়ামাত্রই আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।"

এই ঘটনায় পুরো এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে। স্থানীয়রা এমন জঘন্য অপরাধের জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে কেউ শিশুদের ওপর এমন পাশবিক নির্যাতন চালানোর সাহস না পায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow