সিরাজদিখানে পিএফজি ও ওয়াইপিএজি’র সম্প্রীতি সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Sep 14, 2025 - 20:13
 0  6
সিরাজদিখানে পিএফজি ও ওয়াইপিএজি’র সম্প্রীতি সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহায়তায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রশুনীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২০টি ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় শতাধিক চারা। এর আগে বিদ্যালয় মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

পিস অ্যাম্বাসেডর আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি সিরাজদিখান উপজেলা শাখার সাবেক সভাপতি পিস অ্যাম্বাসেডর আব্দুল কুদ্দুস ধীরন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিএফজি সদস্য আজিজুল হক, মো. শাহ আলম, এমদাদুল হক পলাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন ও অ্যাডভোকেট আবুল বাসার প্রদীপ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএফজি সদস্য গিয়াসউদ্দিন মোল্লা, পিএফজি কোঅর্ডিনেটর রত্না হাওলাদার, ওয়াইপিএজি কোঅর্ডিনেটর সাদিয়া ইসলাম মৌ, জয়েন্ট কোঅর্ডিনেটর রাকিব খান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্যসহ স্থানীয় ইমাম, পুরোহিত, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমাজে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত জরুরি। সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow