ভাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয় চত্বরে একদিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয়সহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
ক্যাম্পেইনের প্রধান অতিথি ছিলেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি মোস্তাক আহমেদ নাঈম, কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম, পরিচালক মো. রিয়াজ, আনোয়ারা ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা নিজাম তালুকদার ও সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ ফারাবী।
এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ফারদিন সানি, আশার আলো মানবকল্যাণ সংগঠনের নিলয়, নতুন প্রজন্ম মানবিক সংস্থার উর্মি খান, সংগঠনের আরিফ, জাকারিয়া হোসেন, উজ্জ্বল শিকদার, জোবায়ের মাহমুদ প্রমুখ।
ক্যাম্পেইনে ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
What's Your Reaction?






