কেন গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইউটিউবের ঝলমলে পর্দা থেকে বরিশালের সিআইডি সেলে। আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জীবনের চিত্রনাট্য যেন হঠাৎই পাল্টে গেল। রবিবার (২৪ আগস্ট) তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়, অভিযোগ—রাজধানীর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি তিনি
গত বছরের ১ সেপ্টেম্বর। রাজধানীর যাত্রাবাড়ী থানায় মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারে ১১ নম্বর আসামি হিসেবে নাম আসে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির। শুধু আফ্রিদিই নন, মামলায় তার বাবা মাই টিভির কর্ণধার নাসির উদ্দিন সাথীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। সেই থেকে আফ্রিদি পলাতক ছিলেন বলে জানা গেছে। অবশেষে সিআইডির বিশেষ একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশালে তার অবস্থান শনাক্ত করে এবং সফল অভিযান চালায়
তৌহিদ আফ্রিদির এই গ্রেপ্তার তার বাবা নাসির উদ্দিন সাথীর গ্রেপ্তারের মাত্র এক সপ্তাহ পরের ঘটনা। গত ১৭ আগস্ট রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে অবশ্য যাত্রাবাড়ী থানার অন্য একটি হত্যা মামলায় (আসাদুল হক বাবু হত্যা) গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে, বর্তমানে তিনি পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি।
আলোচিত এই বাবা-ছেলের পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেশের গণমাধ্যম ও বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দুটি মামলার তদন্ত এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে আছে সবাই।
What's Your Reaction?






