আত্মপ্রকাশ করলো 'বিজয়নগর সাহিত্য পরিষদ'

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Aug 24, 2025 - 22:44
 0  1
আত্মপ্রকাশ করলো 'বিজয়নগর সাহিত্য পরিষদ'

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে যাত্রা শুরু করলো নতুন সাহিত্য সংগঠন "বিজয়নগর সাহিত্য পরিষদ"। শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সাটিরপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে শতাধিক কবি, সাহিত্যিক এবং সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে ফিতা কেটে ও আকাশে রঙিন বেলুন উড়িয়ে সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে, কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি, আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে মুখরিত ছিল পুরো হলরুম। নবীন-প্রবীণ লেখকদের এই মেলবন্ধন বিজয়নগরে একটি নতুন সাহিত্যিক জাগরণের ইঙ্গিত দেয়।

সাটিরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৌহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বাস্তবায়ন সংগ্রহ পরিষদের ছাত্র সংগঠনের আহবায়ক ও আমেরিকা প্রবাসী শাহ মোয়াল্লেম হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, "বিজয়নগরের মতো উর্বর ভূমিতে একটি সাহিত্য পরিষদ সময়ের দাবি ছিল। এই সংগঠন নবীন-প্রবীণ লেখকদের একটি অসাধারণ মেলবন্ধন তৈরি করবে এবং সাহিত্যের মাধ্যমে এলাকার নাম উজ্জ্বল করবে। আমরা প্রবাসীরা সব সময় এই মহৎ উদ্যোগের পাশে থাকব।"

সংগঠনের প্রতিষ্ঠাতা কবি মনির বিন মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জনপ্রিয় সংগঠন "সাহিত্যের সন্ধানে" এর প্রতিষ্ঠাতা মোঃ আসাদ সরকার।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন নরসিংদী সাহিত্যের সন্ধানে সংগঠনের মাদবদী শাখার সহ-সভাপতি ফখরুল আলম নাদিম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মোঃ শিহাব উদ্দিন, সিরাজুল ইসলাম মেম্বার এবং সিরাজুল ইসলাম শুভ।

অনুষ্ঠানে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন রেজুয়ান আহমেদ এবং কবির আহমেদ মোল্লা। কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করেন নরসিংদী থেকে আগত কবি দয়াল ফারুক, কবিমন কাউছার, শফিক ফকির এবং বিজয়নগরের কবি ওয়াসিম মোল্লা ও তাজুল ইসলাম নাহিদ।

বক্তারা এই সাহিত্য চর্চাকে নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সংগঠনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় লেখকদের উৎসাহিত করতে মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক সাহিত্য পত্রিকা প্রকাশের মাধ্যমে নবীন-প্রবীণদের লেখা প্রকাশের একটি সম্মিলিত দাবি ওঠে, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুরুল্লাহ মোঃ সাগর, ওমর ফারুক হেলালসহ "বিজয়নগর সাহিত্য পরিষদ" এর নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow