খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

অনলাইন ডেস্কঃ
Jan 17, 2026 - 01:17
 0  1
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে গতকাল জাতীয় সংসদ প্রাঙ্গণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি দক্ষিণ প্লাজার উন্মুক্ত স্থানে বিকেল ৩টায় শুরু হয় এবং এতে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, কূটনীতিকসহ সাধারণ নাগরিকরা। 

শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার পরিবারের সদস্যসহ রাজনৈতিক নেতৃত্ব এবং সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রতি অবদান ও অসাধারণ নেতৃত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত থেকে শুরু হয়ে দোয়া ও শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে চলছিল, যেখানে উপস্থিতরা একে অপরকে সহমর্মিতা জানিয়ে দেশ ও সমাজকে ঐক্যের মাধ্যমে এগিয়ে নিতে আহ্বান জানান। 

বুধবার (৩০ ডিসেম্বর) ৪০ দিন চিকিৎসার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং পরদিন সংসদ প্রাঙ্গণে জনসমুদ্রে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে জিয়া উদ্যানে তাঁর স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়েছে। 

তারিক্ক রহমানসহ শোকসভায় অংশ নেওয়া নেতারা তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, খালেদা জিয়ার সংগ্রাম ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow