১২ ফেব্রুয়ারি নির্বাচন: প্রস্তুত দেশ, স্বৈরাচার রোধে গণভোটেই ভরসা - ব্রাহ্মণবাড়িয়ায় শফিকুল আলম

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jan 17, 2026 - 00:56
 0  2
১২ ফেব্রুয়ারি নির্বাচন: প্রস্তুত দেশ, স্বৈরাচার রোধে গণভোটেই ভরসা - ব্রাহ্মণবাড়িয়ায় শফিকুল আলম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রশাসনিক এবং নিরাপত্তাজনিত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মো. শফিকুল আলম।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দারাজ (শাহপীর কেল্লাশাহ রা.)-এর মাজার জিয়ারত ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি প্রস্তুতির বিষয়ে প্রেস সচিব বলেন, ‘ভোটগ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা পরিকল্পনা এবং পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে। এখন বলা যেতে পারে, দেশবাসী কেবল নির্বাচনের জন্য অপেক্ষার প্রহর গুনছে।’

গণভোট নিয়ে চলমান আলোচনার জবাবে শফিকুল আলম বলেন, ‘যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের জানার পরিধিতে কিছুটা ঘাটতি রয়েছে। বিশ্বের যেসব দেশে গণভোট হয়, সেখানে সরকার সাধারণত ‘হ্যাঁ’ অথবা ‘না’—যেকোনো এক পক্ষের অবস্থান নেয়। যেহেতু বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের পক্ষে, তাই তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘গণভোট মূলত সংস্কারের একটি সমষ্টিগত প্যাকেজ। দেশে যাতে ভবিষ্যতে আর কোনো অপশাসন বা স্বৈরাচার ফিরে না আসে এবং শেখ হাসিনার মতো কোনো ‘শাহি দৈত্য বা দানব’-এর উত্থান না ঘটে, তা নিশ্চিত করতেই এই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা জরুরি।’

অতীতের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিগত সময়ে ‘দিনের ভোট রাতে’ হওয়ার কারণে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে এবার মানুষ নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে। বর্তমান সরকার তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করবে যে, তারা কোনো বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করছে না।’

এর আগে প্রেস সচিব মাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, মাজার কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow