বিজয়নগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বিজয়নগর থানার এসআই পংকজ দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে কাশিনগর (কুশার বাড়ি) এলাকার সায়েদ মিয়ার বসতঘর থেকে তার ছেলে রবিউল মিয়া (২৪)–কে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক রবিউল মিয়ার পিতা সায়েদ মিয়া ও মাতা হাজেরা বেগম। অভিযানের সময় পুলিশ তার দখল হতে ইয়াবা উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে।
এ ঘটনায় রবিউল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজয়নগর থানা পুলিশ।
What's Your Reaction?






