ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিদস্যুদের কবলে বাবুলের ১৯ শতক জমি
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ভূমিদস্যুদের দাপটে অসহায় হয়ে পড়েছেন বাবুল মিয়া নামের এক ব্যক্তি। উপজেলার সাদেকপুর ইউনিয়নের রাজাখাঁ গ্রামে তার পৈত্রিক পুকুর ও ফসলি জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। জমি ফেরত চাইলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাখাঁ গ্রামের পাণ্ডবের বাড়ির বাসিন্দা বাবুল মিয়ার মালিকানাধীন ১৯ শতক জমি (পুকুর ও ফসলি জমি) গত প্রায় ২৫ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন প্রতিবেশী মৃত নায়েব আলীর ছেলেরা। অভিযুক্তরা হলেন—হাবিব মিয়া (৫০), সিদ্দিক মিয়া (৫৫), শাহজালাল (২৭) ও আইয়ুব আলী (৩০)।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা এলাকায় ভূমিদস্যু ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খোলার সাহস পায় না। এমনকি ১৯৯৪ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবুল মিয়ার চাচা জুরু মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে লাশ গম ক্ষেতে ফেলে রাখার অভিযোগও রয়েছে মৃত নায়েব আলী ও তার ছেলেদের বিরুদ্ধে।
ভুক্তভোগী বাবুল মিয়া জানান, অভিযুক্তদের অব্যাহত হুমকি ও আতঙ্কে তিনি নিজের পৈত্রিক ভিটা ছেড়ে বর্তমানে অন্যত্র বসবাস করছেন। তিনি বলেন, “আমি একজন নিরীহ মানুষ। তারা গায়ের জোরে আমার পৈত্রিক সম্পত্তি দখল করে আছে। জমি চাইতে গেলে তারা আমাকে আমার চাচার মতো হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”
এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও জমি উদ্ধারের আশায় বাবুল মিয়া গত ২৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭ (গ) ধারায় দায়েরকৃত মামলাটির নম্বর ২০৯৮/২৫। প্রশাসনের কাছে তিনি দ্রুত ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন।
What's Your Reaction?
জায়শা জাহান মিম, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ