ইসির বৈঠকে উঠছে তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি

অনলাইন ডেস্কঃ
Dec 27, 2025 - 18:21
 0  3
ইসির বৈঠকে উঠছে তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) রোববারের (২৮ ডিসেম্বর) বৈঠকে উপস্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব বলেন, ‘গুলশান এলাকায় তাদের ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফরম পূরণ, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও স্বাক্ষর) গ্রহণসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় এখন নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কমিশনের অনুমোদনের প্রয়োজন হয়।’

তিনি আরও জানান, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী, কমিশন যেকোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এখতিয়ার রাখে। সেই আইন ও বিধি বিবেচনা করেই রোববার কমিশনের বৈঠকে তাদের নথি উপস্থাপন করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, কমিশনের অনুমোদন মিললে তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের নিচ তলায় নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের তিনি বলেন, ‘আঙুলের ছাপ, চোখের মণির প্রতিচ্ছবি ও অন্যান্য তথ্য দেওয়ার পর ডেটাবেজে এনআইডি নম্বর জেনারেট হতে কিছুটা সময় লাগে। এটি সম্পূর্ণ সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়া। অনুমোদন হয়ে গেলে এবং নম্বর জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের এনআইডি প্রস্তুত হয়ে যাবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow