ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য আটক, যুবকের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের দায়ে একজনকে আটক করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিজিবির ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আজমপুর বিওপির একটি টহল দল আজমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ফেন্সিডিলসহ মো. সেলিম মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সেলিম মিয়া আখাউড়া উপজেলার টানাপাড়া গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।
আটকের পর বিজিবির উপস্থিতিতে তাকে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালত অপরাধ আমলে নিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এছাড়া, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ফেন্সিডিল, ৫২ বোতল ইস্কফ, ৯৫ বোতল বিভিন্ন প্রকার বিদেশি হুইস্কি, ১৪ কেজি গাঁজা এবং ৭২ কেজি ভারতীয় জিরা জব্দ করে।
সার্বিক বিষয়ে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বলেন, “সীমান্ত এলাকার চোরাকারবারীরা প্রতিনিয়ত নিত্যনতুন কৌশল অবলম্বন করে ভারত থেকে মাদকদ্রব্য দেশে পাচার করছে। আমরা সজাগ দৃষ্টি রাখছি।” তিনি এসব চোরাকারবারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
What's Your Reaction?
জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ