সেনা-বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Aug 7, 2025 - 17:43
 0  2
সেনা-বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধুন্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আওতাধীন সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত বুধুন্তী এলাকায় যৌথ টহলদল এই অভিযান চালায়।

অভিযানে জব্দকৃত চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে—৩,৩৭,২০০ পিস ভারতীয় নিষিদ্ধ ওষুধ, ৭,২০০ পিস ইডিটিএ টিউব, ১,৫০০ কেজি জিরা, ৪১টি শেরওয়ানি, ১১১টি মোবাইল ফোন, ১০,৮০০ পিস অরিও বিস্কুট, ৫৫০ কেজি ফুচকা, ৩১১টি কসমেটিকস সামগ্রী, ৩৬টি শার্ট, ৮টি কম্বল ও ৫৭ লিটার কেমিক্যাল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২২ লাখ ২৩ হাজার টাকা।

জব্দকৃত মালামাল বর্তমানে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালানি ও মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ রোধে ২৫ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে বিজিবি ও সেনাবাহিনীর এমন যৌথ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow