আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখল নিতে সন্ত্রাসী হামলা ও ভাংচুর

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 7, 2025 - 17:47
 0  18
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখল নিতে সন্ত্রাসী হামলা ও ভাংচুর

ঢাকার আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখল নিতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল মুখোশধারী কিশোর গ্যাং। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বেরণ ও চিত্রশাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ফ্রেন্ডস স্যাটেলাইট অ্যান্ড ইন্টারনেট সার্ভিস-এর মালিক রবিউল ইসলাম বুধবার (৬ আগস্ট) আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, আশুলিয়ার জামগড়া এলাকার আহসানুল্লাহ ভূঁইয়ার ছেলে রিফাত ও রিসান এবং বাচ্চু সরদারের ছেলে মৃদুল দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে তারা মঙ্গলবার রাতে মুখোশধারী কিশোর গ্যাংয়ের মাধ্যমে তার ব্যবসার সংযোগকৃত তার ছিঁড়ে ফেলে এবং অনু খুলে নিয়ে যায়।

রবিউল আরও বলেন, “আমার প্রতিষ্ঠানের সকল কাগজপত্র বৈধ। তারপরও সন্ত্রাসীরা ব্যারিস্টার ভিলা ও আশপাশের বাসাগুলোর সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এলাকাবাসীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি।

এদিকে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, মুখোশধারী ২০-৩০ জনের একটি দল দাও, রড ও লাঠি নিয়ে হঠাৎ করেই এলাকায় হামলা চালায়। তারা অফিসের গেট কুপিয়ে ভেঙে ফেলে, ক্যামেরা ভাঙে এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এক গ্যাস সিলিন্ডার বিক্রেতা মঞ্জু বলেন, “রাতে দোকানে বসে মোবাইলে ফেসবুক দেখছিলাম। হঠাৎ দেখি মুখোশধারী দুই দল পোলাপান এসে অফিসের গেট কোপায়, ক্যামেরা ভাঙে। একজন আমার ফোনও কেড়ে নেয়। আমরা আতঙ্কে আছি।”

এক নারী চা দোকানি বলেন, “আমি দোকানে ছিলাম, হঠাৎ হাতে দা-রড নিয়ে একদল পোলাপান ভাঙচুর শুরু করে। আমি ভয়ে দোকান বন্ধ করে পালিয়ে যাই।”

একটি ভাড়াটিয়া পরিবার জানায়, মুখোশধারী দলটি গেট খুলে দিতে ভয়ভীতি দেখায়। গেট খুলে দিলে তারা ভেতরে ঢুকে ক্যামেরা ভাঙে ও তার কেটে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল বলেন, “মামলার কথা শুনেছি, হতে পারে। বিস্তারিত বলতে পারবো না, সামনে আসেন কথা বলি।” এরপর তিনি ফোন কেটে দেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow