দেশ গঠনে মহম্মদপুরের অবসরপ্রাপ্ত সৈনিকদের দৃপ্ত শপথ

যাদের জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, অবসরের পর এবার তারা দেশ ও সমাজ গঠনে রাখতে চান সক্রিয় ভূমিকা। এই দৃপ্ত প্রত্যয় নিয়েই মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হলো 'দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা' শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থা, মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানে এক মঞ্চে মিলিত হন সাবেক সেনানী, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল। তিনি তার বক্তব্যে বলেন, "একজন সৈনিক তার চাকরি জীবনে যে শৃঙ্খলা, সততা আর দেশপ্রেমের শিক্ষা পান, তা সমাজ বিনির্মাণের সবচেয়ে বড় শক্তি। তাদের এই бесцен্য অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।"
উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি মোঃ মফিজুর রহমান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকরা সমাজের একেকজন বাতিঘর। তাদের সুশৃঙ্খল জীবনযাপন ও নেতৃত্বদানের ক্ষমতা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি অ্যাডভোকেট রেজাউল, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল এবং মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ আব্দুল হালিম। অবসরপ্রাপ্ত সার্জেন্ট রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক অবসরপ্রাপ্ত সৈনিক।
এই আলোচনা সভাটি শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল দেশমাতৃকার সেবায় নিজেদের পুনরায় উৎসর্গ করার এক সম্মিলিত শপথ। উপস্থিত সৈনিকদের চোখে-মুখে ছিল নতুন করে দেশ গড়ার প্রত্যয়, যা স্থানীয় সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
What's Your Reaction?






