আলোকচিত্রী ড.শহিদুল আলমকে আটক করার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Oct 9, 2025 - 14:06
 0  2
আলোকচিত্রী ড.শহিদুল আলমকে আটক করার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে খ্যাতিমান আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনীর আটকের প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ গেটের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

‘কলমের সৈনিক সংসদ’ নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও গবেষক কবি সালাহ্উদ্দীন আহমেদ মিলটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মতিউর রহমান।

ড. শহিদুল আলমই প্রথম বাংলাদেশি হিসেবে গাজামুখী এই আন্তর্জাতিক ত্রাণবহরে যোগ দিয়েছিলেন। ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ আয়োজিত এই নৌবহর থেকে তাকেসহ অন্যান্য মানবাধিকারকর্মীদের ইসরায়েলি নৌবাহিনী আটক করে। আটকের পূর্বে এক ভিডিও বার্তায় ড. শহিদুল আলম জানান, তাকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে। এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে এবং তার নিরাপদ মুক্তি দাবি করেছে।

মহম্মদপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ড. শহিদুল আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ইসরায়েলের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবাধিকারের ওপর চরম আঘাত বলে অভিহিত করেন।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. নিজাম উদ্দিন, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কবি মো. শহীদুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল শিকদার এবং ছাত্রদল নেতা রফিকুল ইসলাম ও ইব্রাহিম সরদার শাকিল। বক্তারা অবিলম্বে ড. শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow