শহীদুল আলমকে ইসরাইল বাহিনীর আটকের প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 9, 2025 - 14:11
 0  3
শহীদুল আলমকে ইসরাইল বাহিনীর আটকের প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

বিশিষ্ট ফটোসাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে ইসরাইলী দখলদার বাহিনীর হাতে আটকের প্রতিবাদে  পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় মঠবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে “মঠবাড়িয়ার সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করেন। স্থানীয় তরুণ সমাজকর্মী আব্দুল্লা আল অভির আয়োজনে এতে সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকগন অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “শহীদুল আলম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ফটো সাংবাদিক। সাংবাদিকদের কণ্ঠরোধের উদ্দেশ্যে তাঁর আটক মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত এর কঠোর প্রতিবাদ জানানো।" 

বক্তারা অবিলম্বে শহীদুল আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন।

 মঠবাড়িয়ার তরুন  সমাজকর্মী আব্দুল্লাহ আল অভির আয়োজনে ও হাতেম হালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোহেল ইসলাম,তাজ নাইম,জসিম উদ্দিন,সারমিন সুলতানা,মিরাজ,রিমন,নাবিলা,সাইফুল ইসলাম প্রমূখ। 

শেষে অংশগ্রহণকারীরা ইসরায়েলের আগ্রাসন ও শহীদুল আলমের অন্যায় আটকের বিরুদ্ধে বিক্ষোভ স্লোগান দেন। পরবর্তীতে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow