কাউখালীতে চির নিদ্রায় শায়িত হলেন শিক্ষিকা মেহেরুন্নেসা
পিরোজপুরের কাউখালী উপজেলার দাসেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মেহেরুন্নেছা মনি (৪৭)আর আমাদের মাঝে নেই।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে স্বামী, এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১০টায় উপজেলার দাসেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে দাসেরকাঠি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ