জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বসতঘর ভাঙচুর

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 24, 2025 - 17:56
 0  6
জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বসতঘর ভাঙচুর

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অসহায় পরিবারের বসতঘর ভেঙে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরবলেশ্বর গ্রামের বাসিন্দা জালাল সরদার ও ফারুক সরদারের মধ্যে ৩৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, সালিশকারীরা ফারুক সরদারের পক্ষে রায় দিয়ে জালাল সরদারকে ঘর ভেঙে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

সালিশের একদিন পরই বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফারুক সরদার তার ছেলে আজিজুল, ইমরান, সাকিল এবং আরও কয়েকজনকে নিয়ে জালাল সরদারের বসতঘরের মালামাল বাইরে ফেলে দিয়ে ঘরটি ভেঙে ফেলেন।

ভুক্তভোগী জালাল সরদার বলেন, "আমি আমার বাবা মোকলেস সরদারের কাছ থেকে ৩৩ শতাংশ জমি কিনে গত ২০ বছর ধরে পরিবার নিয়ে এখানে বসবাস করছি। হঠাৎ করে ফারুক সরদার জমির মালিকানা দাবি করে আমাকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল। সালিশকারীরা কোনো কাগজপত্র না দেখেই আমাকে ঘর ছেড়ে দিতে বলেন। আজ সকালে তারা ঘর ভাঙতে এলে আমি বাধা দিলে আমাকে হত্যার হুমকি দেয়। পুলিশ আসার আগেই আমার ঘর ভেঙে ফেলা হয়।"

এই ঘটনায় অভিযুক্ত ফারুক সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "সালিশি বৈঠকে জমি আমি পাবো বলে আমার পক্ষে রায় হয়েছে। সালিশদারদের নির্দেশেই আমি ঘর ভেঙে জমি বুঝে নিয়েছি।"

তবে সালিশদারদের একজন মন্টু মাস্টার বলেন, "সালিশি বৈঠকে জালাল সরদারকে জমি ছাড়ার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে ঘর ভাঙার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।"

এলাকাবাসীর অভিযোগ, সালিশে ক্ষমতার অপব্যবহার করে প্রভাবশালীরা সাধারণ ও অসহায় মানুষকে হয়রানি করেছে। তারা এই ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, "ঘর ভাঙার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow