পিরোজপুর ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে বিআরটিএ

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 21, 2025 - 13:07
 0  3
পিরোজপুর ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে বিআরটিএ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রবিবার (২১ সেপ্টেম্বর) পিরোজপুর ও ঝালকাঠি জেলার ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিআরটিএ'র ট্রাস্টি বোর্ড।

এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিআরটিএ পিরোজপুর সার্কেলের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন বিআরটিএ'র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময় পিরোজপুর জেলার পাঁচজন এবং ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগীর পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, " অনেকেই সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারের আর্থিক সহায়তার বিষয়টি সম্পর্কে অবগত নন। তাই এই বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো অত্যন্ত জরুরি।" তিনি আরও উল্লেখ করেন যে, দুর্ঘটনা হ্রাস করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা সঠিকভাবে বাস্তবায়িত হলে সড়কে নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ চিহ্নিত করার পাশাপাশি তা কমিয়ে আনার জন্য কার্যকর উপায় নিয়ে আলোচনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow