রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ সংবর্ধনা

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 24, 2025 - 18:03
Sep 24, 2025 - 18:18
 0  6
রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ সংবর্ধনা

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে নতুন কর্মকর্তার যোগদান এবং পূর্ববর্তী কর্মকর্তার বদলি উপলক্ষে এক বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মো. মেহেদী হাসান কাউছারের স্মৃতিচারণ এবং নবাগত ইউএনও তাজমিন আলম তুলিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা রোয়াংছড়িতে ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে মো. মেহেদী হাসান কাউছারের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, জনাব কাউছার তাঁর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি তাঁর বক্তব্যে রোয়াংছড়ির উন্নয়নের চলমান ধারাকে আরও গতিশীল করতে এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "বিদায়ী কর্মকর্তার রেখে যাওয়া ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার অন্যতম লক্ষ্য।"

বিদায়ী ইউএনও মো. মেহেদী হাসান কাউছার তাঁর আবেগঘন বক্তব্যে বলেন, "রোয়াংছড়ির মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি কখনো ভুলব না। সরকারি দায়িত্বের অংশ হিসেবে আমাকে অন্যত্র যেতে হলেও এই উপজেলার স্মৃতি আমার হৃদয়ে অম্লান থাকবে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকের আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. মেহেদী জামান, শিক্ষা কর্মকর্তা মো. কামাল আহমেদ, ইউইটিসি ইনস্ট্রাক্টর মো. মমিনুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মংসিংনু মারমা, ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা এবং ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow