মাগুরায় নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ
মাগুরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। গত সোমবার তিনি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত জেলা প্রশাসক বলেন, “মাগুরার সার্বিক অগ্রগতি, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মান নিশ্চিত করা এবং প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখা—এগুলোই হবে আমার মূল অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, মাগুরাকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
নতুন জেলা প্রশাসকের যোগদানে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ