দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন: অধ্যাপক এম বি বাকের

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Nov 12, 2025 - 19:53
 0  3
দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন: অধ্যাপক এম বি বাকের

মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এম বি বাকের বলেছেন, দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ৬নং মহম্মদপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে রওশন মার্কেট চত্বরে অনুষ্ঠিত ওই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ছলেবলে বা কৌশলে নয়, জনগণের ভালোবাসা অর্জন করেই ক্ষমতায় যেতে চায়। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই শান্তিতে থাকতে। মানুষের হৃদয় জয় করেই জনগণের প্রতিনিধি হতে চাই।”

অধ্যাপক বাকের আরও বলেন, “আমরা হানাহানি, খুনোখুনি বা মারামারি চাই না। আমরা চাই সমাজের প্রতিটি শ্রেণি-পেশার, সকল ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো অন্যায়-অত্যাচার, ঘুষ, দুর্নীতি বা বৈষম্য থাকবে না। কৃষক, শ্রমিক, জেলে, মুজুর ও সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করব।”

তিনি আশা প্রকাশ করে আরও বলেন, “যারা গত ১৭ বছর ধরে ভোট দিতে পারেননি, তারা আগামী নির্বাচনে ঈদের আনন্দ নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করবেন, ইনশাআল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হুসাইন আহমেদ কাবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, অডিট ও আইসিটি বিষয়ক সম্পাদক মাওলানা কবির হুসাইন, শুরা সদস্য মাওলানা নুর আহমেদ, উপজেলা ভারপ্রাপ্ত আমির মাস্টার নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক রেজাউল হক, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোশারেফ হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের হুসাইন।

ওয়ার্ড জামায়াতের নেতাদের নেতৃত্বে মিছিল নিয়ে যথাসময়ে সম্মেলনস্থলে উপস্থিত হন শত শত কর্মী ও সমর্থক। পুরো এলাকা ছিল স্লোগানে মুখর— “দেশের উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট দিন, সমাজে শান্তি আনুন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow