নওগাঁয় সুজন-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 12, 2025 - 19:20
 0  4
নওগাঁয় সুজন-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ’-এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় উদযাপিত হয়েছে নাগরিক সংগঠন সুজন–সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১২ নভেম্বর) সকালে শহরের মুক্তির মোড়স্থ জেলা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য ছিল-‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে চাই জাতীয় সনদের বাস্তবায়ন।’ সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক ও সুজনের কর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভার শুরুতে উপস্থিত সকলের অংশগ্রহণে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা।

সভায় সভাপতির বক্তব্যে মোফাজ্জল হোসেন বলেন, “গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে নাগরিকদের সচেতনতা ও সক্রিয়তার বিকল্প নেই। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হলে অবশ্যই জাতীয় সনদের বাস্তবায়ন প্রয়োজন।”

বক্তারা বলেন, দেশে এখনও দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও জবাবদিহিতার ঘাটতি প্রকট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সুজন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি, জনস্বার্থ সংশ্লিষ্ট নানা দাবি বাস্তবায়ন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সুজন নওগাঁ জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তারা আরও বলেন, “আমরা অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের কর্মপথ আরও শক্তিশালী করব। নওগাঁ জেলা কমিটি আগামীতেও নাগরিক আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সচেষ্ট থাকবে। আমাদের লক্ষ্য-জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও অংশগ্রহণমূলক সমাজ গঠন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন নওগাঁ জেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট নাগরিক ও সমাজকর্মীরা।
সুজনের নেতারা ভবিষ্যতেও নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সুশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow