মাগুরায় তারুণ্যের জয়গানে প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা মহড়া অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Aug 27, 2025 - 12:08
 0  0
মাগুরায় তারুণ্যের জয়গানে প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা মহড়া অনুষ্ঠিত

"তারুণ্যের উৎসব" উদযাপনের অংশ হিসেবে মাগুরায় এক ব্যতিক্রমী "প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া ২০২৫" অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠে জেলা প্রশাসন ও মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই মহড়া তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবং রেড ক্রিসেন্ট ইউনিট মাগুরার সভাপতি মোঃ অহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে তারুণ্যের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি ও মানবিক সেবার প্রসারের উপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণরা মানবিক কর্মকাণ্ডে আরও দৃঢ়ভাবে সম্পৃক্ত হবে।

মহড়ায় অংশগ্রহণকারীরা দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা দানের কৌশল, প্রাথমিক চিকিৎসা প্রদানের ধাপ এবং জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়সমূহ অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন। এটি উপস্থিত সকলের মাঝে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব এবং জরুরি অবস্থায় সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে গভীর ধারণা তৈরি করে। এই মহড়া মাগুরার তরুণদের মধ্যে জনসেবা ও সচেতনতা বৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow