ফরিদপুরে পারিবারিক কলহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 9, 2025 - 14:17
 0  5
ফরিদপুরে পারিবারিক কলহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে লিপি বেগম (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোঃ শফিকুল ইসলাম ওরফে কালা (৬০) পলাতক রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে শফিকুল ইসলাম ধারালো ছুরি দিয়ে স্ত্রী লিপি বেগমের গলায় আঘাত করে পালিয়ে যান।

লিপি বেগমের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শফিকুল ইসলাম প্রায়ই বিভিন্ন অজুহাতে লিপি বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow