শাপলা ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ফরিদপুরে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 5, 2025 - 20:49
 0  3
শাপলা ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ফরিদপুরে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

শাপলা ও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত যুব মজলিস। সোমবার (৫ মে) বিকেল ৩টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে ফরিদপুর জেলা খেলাফত যুব মজলিস। সংগঠনের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন ফরিদপুর পৌর শাখার সভাপতি রইসুল ইসলাম, চরভদ্রাসন উপজেলার সভাপতি মাওলানা মিজানুর রহমান, সালথা থানার সভাপতি হযরত মাওলানা আবুল হোসাইন, বোয়ালমারী উপজেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কালাম, নগরকান্দা থানা সভাপতি মুফতি জসীমউদ্দীন, সালথা উপজেলা দায়িত্বশীল মুফতি সাইফুল ইসলাম, ফরিদপুর সদর ছাত্র মজলিস সভাপতি মোল্লা রহুল আমীন, মধুখালী থানার সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, শাপলা চত্বরে আহত প্রত্যক্ষদর্শী হাফেজ আমিনুল ইসলাম, হাফেজ ক্বারী আহাম্মদউল্লাহ, নগরকান্দার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান এবং শহীদ পরিবারের সদস্য মোহাম্মদ তানভীর।

বক্তারা বলেন, “২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজত কর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু আজও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, যারা দেশের রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের দ্রুত নিষিদ্ধ করতে হবে।”

তারা আরও দাবি করেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই হত্যাকাণ্ডের দায়ে বিচারের মুখোমুখি করে শাস্তির আওতায় আনতে হবে।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় প্রেসক্লাবের সামনে ফিরে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow