হত্যাকারীরা নিরাপদ, মামলায় বাদ নাম—বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
May 5, 2025 - 23:27
 0  4
হত্যাকারীরা নিরাপদ, মামলায় বাদ নাম—বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শহিদ আবু সাঈদ হত্যার বিচার এবং গত জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটক, আবু সাঈদ চত্বর ঘুরে শহিদ আবু সাঈদ গেট পর্যন্ত যায়। পরে তারা প্রধান ফটকে অবস্থান নেয়। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ফ্যাসিবাদের দোসররা হুঁশিয়ার সাবধান’, ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও’সহ নানা প্রতিবাদী স্লোগান দেয়।

শিক্ষার্থী সুমন সরকার বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহিদ আবু সাঈদ হত্যার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। গুটি কয়েকজনকে আসামি করা হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে।”

আরেক শিক্ষার্থী মুরসালিন মুন্না অভিযোগ করেন, “ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যেসব ব্যক্তিরা হামলায় জড়িত ছিলেন, তাদের অনেকেই এখনও বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তে রয়েছেন। এমনকি তাদের মধ্যে কয়েকজনকে পদোন্নতিও দেওয়া হয়েছে। প্রশাসন নিরপেক্ষ না হলে ছাত্রসমাজ ফের রাস্তায় নামবে।”

শিক্ষার্থী রাকিব মিয়া বলেন, “জুলাই আন্দোলনে যারা শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলা চালিয়েছে, তাদের অনেকের নাম মামলায় নেই। প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ।”

বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা হামলাকারীদের একটি নতুন তালিকা তৈরি করে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা ঘোষণা দেন, “আন্দোলন চলছে, চলবে—যতদিন না পর্যন্ত সকল হামলাকারীর বিচার নিশ্চিত হচ্ছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow