নোটিশকে পাত্তা না দেওয়ায় গুঁড়িয়ে গেল পাকা স্থাপনা

সরকারি নোটিশকে পাত্তা না দেওয়ার পরিণতি কী হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেলেন আয়নাল বেপারী নামে এক ব্যক্তি। মাদারীপুরের কালকিনিতে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে নির্মিত তার পাকা স্থাপনাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি বাজারে এই উচ্ছেদ অভিযান চালানো হয়, যা সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের একটি স্পষ্ট বার্তা দিয়েছে।
জানা গেছে, সূর্যমনি বাজারের ১.১৮ শতাংশ সরকারি খাস জমির ওপর স্থানীয় প্রভাবশালী আয়নাল বেপারী অবৈধভাবে একটি পাকা দোকানঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি নজরে এলে ইউনিয়ন ভূমি অফিস থেকে গত ৭ই আগস্ট তাকে একটি নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষের সেই আদেশকে তোয়াক্কা না করে অভিযুক্ত আয়নাল বেপারী তার নির্মাণকাজ অব্যাহত রাখেন।
অবশেষে রবিবার বিকেলে কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। খাসেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় অবৈধ স্থাপনাটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং সরকারি জমি দখলমুক্ত করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম সাংবাদিকদের বলেন, "সরকারি সম্পত্তিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। নোটিশ দেওয়ার পরেও তিনি কাজ বন্ধ করেননি। আইন অনুযায়ী আমরা অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করেছি এবং অবৈধ স্থাপনাটি ধ্বংস করেছি। সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং এটি অন্যদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয়রা।
What's Your Reaction?






