কালকিনির রমজানপুরে সড়কের পাশে পাকা স্থাপনা নির্মাণ বন্ধ করল প্রশাসন

মাদারীপুরের কালকিনিতে সড়কের পাশের সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজানপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনের সড়কের পাশে নতুন টরকী এলাকায় স্থানীয় প্রভাবশালী শাহআলম খাঁনসহ কয়েকজন ব্যক্তি সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল আরেফীনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলামের সার্বিক সহযোগিতায় উপজেলা সার্ভেয়ার মো. মেহেদী হাসান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, “সড়কের পাশের সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নিয়ে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।”
প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি জায়গা দখল করে দোকান ও বসতঘর নির্মাণের চেষ্টা চালিয়ে আসছিলেন। এবার প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতে এমন দখলপ্রবণতা রোধে ভূমিকা রাখবে।
What's Your Reaction?






