সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল মাদারীপুরের কালকিনি

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Aug 11, 2025 - 17:38
 0  6
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল মাদারীপুরের কালকিনি

"সাগর-রুনি থেকে তুহিন—বিচারহীনতার এই দীর্ঘ তালিকা আর কত বড় হবে?"— এই প্রশ্ন আর বুকে জমে থাকা ক্ষোভ নিয়ে রাস্তায় নেমে এলেন মাদারীপুরের কালকিনির সাংবাদিকেরা। গাজীপুরে সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে জনসম্মুখে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি স্বতন্ত্র আইনের দাবিতে সোমবার (১১ আগস্ট) কালকিনি প্রেসক্লাব প্রাঙ্গণ এক উত্তাল প্রতিবাদে রূপ নেয়।

কালকিনি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুজনের সঞ্চালনায় আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাদের কণ্ঠে ঝরে পড়ে দীর্ঘদিনের বঞ্চনা আর নিরাপত্তাহীনতার ক্ষোভ।

কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, "স্বাধীনতার ৫৪ বছরে অগণিত সাংবাদিককে নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে। সাগর-রুনির বিচার হলে আজ হয়তো তুহিনকে এভাবে প্রাণ দিতে হতো না। এই বিচারহীনতার সংস্কৃতিই খুনিদের বেপরোয়া করে তুলেছে।"

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আমরা আর কোনো আশ্বাস চাই না, আমরা সাংবাদিকদের সুরক্ষা আইন চাই। যারা সাংবাদিকদের ওপর জুলুম-অত্যাচার করে, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তুহিনের হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি ঘৃণ্য প্রচেষ্টা।"

এই প্রতিবাদ শুধু সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এলাকার ছাত্র-ছাত্রী ও সচেতন নাগরিকেরাও মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, যা এই আন্দোলনকে এক নতুন মাত্রা দেয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুরের চৌরাস্তায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি বিশেষ আইন প্রণয়নের দাবি জোরালো হয়। কালকিনির এই মানববন্ধন সেই সম্মিলিত প্রতিবাদেরই এক জোরালো প্রতিধ্বনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow