কালকিনিতে বিএনপির সদস্য নবায়ন ও ফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপি’র উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক পুরুষ সদস্য নবায়ন ও ফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কালকিনি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক বেপারী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “আগামী নির্বাচনে কালকিনি তথা মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী বিপুল ভোটে এমপি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। আমরা ইতোমধ্যে ১০ হাজার নতুন মহিলা সদস্য সংগ্রহ করেছি। আগামী ১৫ দিনের মধ্যে কালকিনিতে আরও ১৫ হাজার এবং ডাসার উপজেলায় ১০ হাজার নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়েছি।”
তিনি আরও বলেন, “নতুন ও পুরাতন সদস্যদের একত্রিত করে আমরা একটি শক্তিশালী দল গড়ে তুলবো, যারা ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি প্রার্থীকে জয়ী করবে। দেশনায়ক তারেক রহমান সবসময় জনসম্পৃক্ত প্রার্থীকে মনোনয়ন দেন। আমরা কালকিনিবাসী আগামী নির্বাচনে তারেক রহমানকে বিজয়ের আসন উপহার দেব ইনশাআল্লাহ।”
খোকন আরও আহ্বান জানান, “প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বশীল নেতা যেন জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমেই আমরা আগামী দিনের বিজয় নিশ্চিত করবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হোসেন চৌকিদার, যুবদল নেতা শামীম মোল্লা, কাওছার হোসেন নান্না, এইচ এম তুহিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল আহমেদসহ উপজেলার দশটি ইউনিয়নের বিএনপি’র বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দিকনির্দেশনামূলক আলোচনার পর কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন উপস্থিত নেতৃবৃন্দের হাতে সদস্য সংগ্রহের ফর্ম তুলে দেন।
What's Your Reaction?






