ভাঙ্গায় ফ্রি ডেন্টাল ক্যাম্প ও ওরাল ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 11, 2025 - 16:00
 0  9
ভাঙ্গায় ফ্রি ডেন্টাল ক্যাম্প ও ওরাল ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার সংলগ্ন প্রফেসর আবদুল ওয়াজেদ মিয়া উচ্চ বিদ্যালয়ে শনিবার (১১ অক্টোবর) এক ফ্রি ডেন্টাল ক্যাম্প ও ওরাল ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগ। দিনব্যাপী এ ক্যাম্পে দন্ত ও মুখের বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ এবং মুখগহ্বর ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

ক্যাম্পটি স্থপতি মুজাহিদ বেগের ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ জনগণের মধ্যে মুখ ও দাঁতের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।

স্থানীয়দের প্রতি তার আন্তরিকতার কথা তুলে ধরে স্থপতি মুজাহিদ বেগ বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের হাসি ফিরিয়ে আনাই আমার প্রকৃত তৃপ্তি। সংসদ সদস্য হই বা না হই, আমার এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। আমি চাই প্রতিটি মানুষের ভালোবাসা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক আবদুল ওয়াজেদ মিয়া, আল আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এমন মহৎ উদ্যোগে এলাকার সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্থপতি মুজাহিদ বেগের নেতৃত্বে একটি উন্নত ও মানবিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow