নবীনের আগমনে মুখরিত বেরোবি ক্যাম্পাস: স্বপ্ন ও সম্ভাবনার বার্তা নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ পৃথক পৃথক আয়োজনের মধ্য দিয়ে নবীনদের স্বাগত জানিয়ে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে।
নবীন শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী নিজে বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শন করেন। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগসহ অন্যান্য বিভাগের আয়োজনে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষার স্থান নয়, এটি মেধা ও মনন বিকাশের উর্বর ক্ষেত্র। পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি গবেষণা ও उत्कृष्ट ফলাফলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে নতুনদের প্রতি আহ্বান জানান।
উপাচার্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "এই ক্যাম্পাসে যেকোনো ধরনের বৈষম্য কিংবা র্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসন শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছে। নবাগত শিক্ষার্থীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে জন্য কর্তৃপক্ষ সর্বদা সজাগ রয়েছে।" সময়ানুবর্তিতার গুরুত্ব তুলে ধরে তিনি ছাত্রজীবন থেকেই সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান। বিভাগীয় প্রধান ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একে অপরের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং একাডেমিক কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে। সব মিলিয়ে একরাশ স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিজেদের পথচলা শুরু করল নবীন শিক্ষার্থীরা।
What's Your Reaction?






