চিকিৎসকদের এক সপ্তাহের পর্যবেক্ষণ শেষে বাসায় ফিরলেন জামায়াতের আমির

মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 12, 2025 - 15:48
 0  1
চিকিৎসকদের এক সপ্তাহের পর্যবেক্ষণ শেষে বাসায় ফিরলেন জামায়াতের আমির

চিকিৎসকদের এক সপ্তাহের নিবিড় পর্যবেক্ষণ শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বের হন তিনি। বর্তমানে অনেকটা সুস্থ থাকলেও চিকিৎসকদের পরামর্শে তার বিশ্রাম প্রয়োজন।

হাসপাতাল ছাড়ার আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, “ডা. শফিকুর রহমান সুস্থ হয়ে উঠেছেন বলেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওপেন হার্ট সার্জারি একটি বড় অপারেশন। পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগে। আমরা তাকে বাসায় নিয়ে যাচ্ছি, যেখানে আগামী দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তিন সপ্তাহ পর তিনি জনসম্মুখে আসবেন। দোয়া করবেন তার জন্য।”

গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য ডা. শফিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হার্টে ব্লক ধরা পড়েছিল। এর আগে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা ধরা না পড়লেও চিকিৎসকরা ডিহাইড্রেশনের সম্ভাবনা উল্লেখ করেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow