খোকসায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন

খুলনা বিভাগীয় প্রেসক্লাবের কুষ্টিয়ার খোকসা উপজেলা শাখার দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি পুলক সরকার সভাপতি এবং সাজ্জাদ আহম্মেদ আজমল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি মোঃ মোকারম হোসেন সাবু।
সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদার ও সাধারণ সম্পাদক সোহেল খন্দকার স্বাক্ষরিত প্যাডে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর পারভেজ ও নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম শাওন, প্রচার সম্পাদক মোঃ সবুজ আলী, দপ্তর সম্পাদক ভিক্টর বিশ্বাস চিতা, নির্বাহী সদস্য মোঃ নাজমুল হাসান। সদস্য পদে রয়েছেন মতিউর রহমান, মোঃ শামিম হোসেন, আশিক আহমেদ বাপ্পি, আসাদুজ্জামান, আকাশ আহম্মেদ ও রাব্বিকুল হাসান রাফি।
What's Your Reaction?






