গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে শ্রীনগরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় শ্রীনগর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি। ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এর প্রভাব সমাজে থেকে যাবে। তারা দ্রুততম সময়ে বিচার কার্যকর করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করা উচিত।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, প্রগতি লেখক সংঘের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজিব রহমান, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, সহ-সভাপতি শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাতুল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, দপ্তর সম্পাদক মনীরুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, সদস্য মোহন মোড়ল, উজ্জ্বল দত্ত, সাইফুল ইসলাম সিপু, নাহিদ হাসান, রাজু আহমেদ, তাইজুল ইসলাম উজ্জ্বল, মুন্সীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. আসলাম, সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, কার্যকরী সদস্য জাকির লস্কর, সাংবাদিক মেহেদী হাসান সুমন, আমিনুল ইসলাম, ফয়সাল হোসেন, লোকমান হোসেন অপু প্রমুখ।
What's Your Reaction?






