সুবর্ণচরে জলাবদ্ধতা নিরসনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বর্ষা এলেই ফসলি জমি তলিয়ে যায়, ঘরে ঢুকে পড়ে পানি। জীবন–জীবিকার এই মরণফাঁদ থেকে মুক্তি পেতে নোয়াখালীর সুবর্ণচরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের তারা মার্কেটে ‘পশ্চিম চর উড়িয়া মৌজার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও কালভার্ট নির্মাণের দাবিতে’ নিজেরা করি ভূমিহীন সমিতি ও স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যকর খাল বা কালভার্ট নেই। ফলে প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ধান, সবজি ও মাছ চাষে বিপুল ক্ষতি হয়। এর আর্থিক পরিমাণ বছরে প্রায় দুই শত কোটি টাকা। পাশাপাশি ঘরে পানি ঢুকে পড়ায় বসতবাড়ি ও চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম চর উড়িয়া মৌজায় প্রায় দুই হাজার ভূমিহীন কৃষক পরিবার সরকার প্রদত্ত খাস জমিতে বসবাস করছে। ধান, সবজি ও মাছ চাষই তাদের প্রধান জীবিকা। তবে খাল ও কালভার্টের অভাবে বর্ষায় অতিবৃষ্টির পানি আটকে থেকে জমি ও ফসলের মারাত্মক ক্ষতি করছে।
মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ড ও নোয়াখালীর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সংযোগ খাল খনন ও কালভার্ট নির্মাণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন—দ্রুত ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
কর্মসূচিতে নিজেরা করি সংস্থার জেলা প্রতিনিধি পরিতোষ দেবনাথ, সুরেশ কর্মকার, বিএনপি নেতা সিরাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






