নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে এক প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দেলোয়ারা বেগম বুধবার (৭ মে) সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাওলানা সালা উদ্দিনের বাড়িতে এই হামলার ঘটনায় চর জব্বার থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আর্মি জয়নালের বাড়ির ফখরুল ইসলামের ছেলে জয়নাল (৫৩), মোঃ লিটন (৪৩) ও মোঃ রিপন (৩৩) জমি নিয়ে বিরোধের জেরে দেলোয়ারা বেগমের বাড়িতে হামলা চালান।
দেলোয়ারা বেগম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত জমি দখলের পাঁয়তারা করে আসছে। গত ১৮ জানুয়ারি অভিযুক্তদের বোনদের কাছ থেকে ৩২ শতাংশ জমি কিনে বাড়ি নির্মাণ করেন তিনি। কিন্তু অভিযুক্তরা জমিটি নিজেদের দাবি করে প্রায়ই ঝগড়া-বিবাদ শুরু করে।
ভুক্তভোগী আরও জানান, গত ৭ মে গভীর রাতে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার বাড়ির রাস্তা ও সাইনবোর্ড কেটে ফেলে। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, বাড়ির দরজা ও ঘরের টিন কাটা। এ সময় তিনি স্থানীয় মেম্বারকে বিষয়টি জানালে অভিযুক্তরা তাকে হুমকি প্রদান করে।
এ ঘটনায় অভিযুক্ত জয়নাল দাবি করেন, "আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য দেলোয়ারা বেগম মিথ্যা অভিযোগ করেছেন। আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত নই।"
এ প্রসঙ্গে মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া বলেন, "বিষয়টি কোর্টে বিচারাধীন। তাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া সম্ভব নয়।"
চর জব্বার থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া জানান, "ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"
এদিকে, ভুক্তভোগী দেলোয়ারা বেগম বলেন, "আমার স্বামীর বিদেশে রক্ত ঝরানো অর্থ দিয়ে জমি কিনেছি। অথচ এখন এই জমিতে শান্তিতে বসবাস করতে পারছি না।"
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
What's Your Reaction?






