নোয়াখালীতে ধর্মীয় শিক্ষা প্রকল্পের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
May 17, 2025 - 17:49
 0  4
নোয়াখালীতে ধর্মীয় শিক্ষা প্রকল্পের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন "নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম" (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন এবং ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (১৭ মে) সকাল ১১টা থেকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৩ সাল থেকে প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করে আসছে। সর্বশেষ ৭ম পর্যায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়। এরপর ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই ও শিক্ষা উপকরণ সরবরাহ করা হলেও এখনও প্রকল্প অনুমোদন হয়নি।

গত ১৯ আগস্ট অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিদ্যমান জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দেন। কিন্তু প্রকল্প মূল্যায়ন কমিটির সর্বশেষ বৈঠকে ৫ মাসের বকেয়া বেতন নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্মারকলিপিতে জানানো হয়, প্রকল্পের ৮৪ হাজার শিক্ষক, কেয়ারটেকার ও কর্মচারী গত ঈদুল ফিতরে বেতন পাননি। এবারও ঈদের আগে বকেয়া বেতন না পেলে মানবেতর জীবনযাপন করতে হবে।

তাদের দাবি, জানুয়ারি ২০২৫ থেকে প্রকল্প অনুমোদন করে ঈদের আগে বকেয়া পরিশোধ নিশ্চিত করা, ৭ম পর্যায়ের জনবলকে ৮ম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা, কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করা এবং শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow