ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ সমাবেশ

ইবি প্রতিনিধিঃ
May 14, 2025 - 18:07
 0  4
ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বুধবার (১৪ মে) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ প্রভৃতি স্লোগানে মুখরিত করেন পুরো ক্যাম্পাস।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে হাজারো ছাত্রদল কর্মী রাস্তায় নেমেছিল। অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু ৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। অথচ প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সাম্য হত্যার দায়ে প্রক্টর ও ভিসির পদত্যাগ দাবি করছি। সরকার যদি এসব হত্যার সুষ্ঠু বিচার করতে না পারে, তবে তাদেরও পদত্যাগ করা উচিত।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও ছাত্রদলের নেতাকর্মীরা একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। সাম্যকে হত্যা করা হয়েছে। তার আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আমরা এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

বক্তারা অবিলম্বে শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি সরকারের পদত্যাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবিও তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow