খোকসা সরকারি কলেজে নতুন উদ্দীপনা: অধ্যক্ষ শিশির কুমার রায়ের নেতৃত্বে উন্নয়নের ছোঁয়া
কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজে যোগদানের পর থেকেই অধ্যক্ষ শিশির কুমার রায় কলেজের সার্বিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই তিনি কলেজের পরিবেশ, অবকাঠামো, রাস্তা, শিক্ষকদের কর্মপরিবেশ এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এনেছেন।
অধ্যক্ষ শিশির কুমার রায়ের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার নতুন ধারা সৃষ্টি হয়েছে। কলেজের রাস্তা ও আঙিনা সংস্কারের ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচলে সুবিধা বৃদ্ধি পেয়েছে। শিক্ষক ও কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বেড়েছে এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগ্রহও লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা জানিয়েছেন, “নতুন অধ্যক্ষের আগমনে খোকসা সরকারি কলেজে এক নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। তাঁর নেতৃত্বে কলেজ আরও উন্নয়নের দিকে এগোবে — এটাই আমাদের প্রত্যাশা।”
What's Your Reaction?
সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া