শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না: নাসির উদ্দিন পাটোয়ারী

“শিক্ষার্থীরা যেদিকে যায়, আমাদের সেদিকে যেতে হবে” — মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, “শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। তাদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে।”
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা মডেল মসজিদে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “শিক্ষার্থীরা যে দাবি তুলেছে, আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ সহমর্মিতা প্রকাশ করছি। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে — আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়েছি। সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আমাদের শিক্ষার্থীরা যে পথে হাঁটছে, আমাদেরও সেই পথেই থাকতে হবে।”
এসময় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






