নির্বাচিত হলে গ্রামীণ সড়কের উন্নয়নই হবে প্রথম কাজ: বরকত উল্লাহ বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে তিনি সর্বাগ্রে গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়নে মনোযোগ দেবেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জে ১২নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশন আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি সমাজ উন্নয়নে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
কুতুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. হানিফ। চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক সোহেল এর উদ্বোধন করেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সানিমা গ্রুপের চেয়ারম্যান সাহাব উদ্দিন।
সংগঠনের সেক্রেটারি আবুল হোসেন এবং যুগ্ম সম্পাদক ও জমিদারহাট রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান এম. এ. হাসান যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমিতির সমাজকল্যাণ সম্পাদক গোলাম হোসেন মানিক। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ