জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাসুদ সাঈদীর
পিরোজপুরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
বিবৃতিতে মাসুদ সাঈদী বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ শুধু একটি স্থাপনায় হামলা নয়; এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণ-আন্দোলনের ওপর এক ধৃষ্টতাপূর্ণ আঘাত। শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হচ্ছে।”
তিনি অভিযোগ করে বলেন, “জনরোষের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তারই মদদপুষ্ট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পিরোজপুরসহ সারাদেশে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভগুলোতে অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে। যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তারা দেশ ও জাতির শত্রু। এই আগুন সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের ত্যাগের স্মারকের ওপর এই আঘাত আমাদের জাতীয় মূল্যবোধের ওপর আঘাত। পিরোজপুরবাসী এ ধরনের নাশকতা কখনো বরদাশত করবে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে কঠোর নজরদারি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করার জন্য আহবান জানাচ্ছি।”
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ