মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা’র প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন

সাংবাদিক মাহমুদুর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা’র প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১০টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সম্পাদক এস এম সিপার।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ইমাম হোসেন মাসুদ, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম (শাফিক), প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোকনুজ্জামান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান (রিপন), সাবেক ছাত্রনেতা এস এম মাজেদুল কবির রাসেল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাচান।
মানববন্ধনে বক্তারা মাহমুদুর রহমানকে ‘সাহসী কলম সৈনিক’ আখ্যা দিয়ে বলেন, “ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”
জামায়াত নেতা মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সকল পণ্য বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।” তিনি অভিযোগ করে বলেন, “মেঘনা গ্রুপ স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচারে জড়িত।”
বিএনপি নেতা শফিকুল ইসলাম বলেন, “মাহমুদুর রহমানের মতো সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে। দেশের প্রতিটি ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
পিরোজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ বলেন, “দেশে গুম-খুনের দায়ভার যাঁদের ওপর বর্তায়, তাঁদের বিচার বাংলার মাটিতেই হবে। মোস্তফা কামালসহ এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
What's Your Reaction?






