নোয়াখালীতে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীর সদরের কালাদরাপ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজী আমিন উল্যাহ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাজমুল হোসেন মাজেদ। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও মো. ইব্রাহিম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবদুজ জাহের, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মেম্বার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ও মো. রাশেদ, সদস্য সচিব মাহমুদুর রহমান মামুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক করিম উদ্দিন চৌধুরী বাবু, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সোহরাব হোসেন, আজগর হোসেন সুমন ও মো. রায়হান, সাধারণ সম্পাদক জাফর হোসেন, আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাসেল মাহমুদ প্রমুখ।
বক্তারা মিজানুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, শুক্রবার (২ মে) দুপুরে কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এডিপির ১১১ মিটার এইচবিবি সলিং সড়ক নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল খায়ের, রিয়াজ, মেহরাজ, বেলাল, আজাদসহ আরও কয়েকজন ছাত্রদল নেতা মিজানুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়।
What's Your Reaction?






