ফরিদপুরে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 5, 2025 - 12:36
 0  3
ফরিদপুরে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজীপুরে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি রবিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের জনতা ব্যাংক মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আশিক আহমেদ নুর, আনিসুর রহমান সজলসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, “হাসনাত আব্দুল্লাহর ওপর পরিকল্পিত হামলা গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধের একটি অপচেষ্টা।” তাঁরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, “দেশে রাজনৈতিক সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার মূল হোতা বাংলাদেশ আওয়ামী লীগ। তাই এই সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow