ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে ইমামুল শেখ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমামুল শেখ সিঙ্গাপুর প্রবাসী মোঃ জামাল শেখের পুত্র এবং স্থানীয় আর এম একাডেমির প্লে শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, ইমামুল তার মায়ের সাথে নানা বাড়ি কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে বেড়াতে গিয়েছিল। সোমবার সকালে সে বাড়ির পাশে একটি গর্তে বড়শি দিয়ে মাছ ধরতে যায়।
দীর্ঘ সময় পরেও ইমামুল বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজার পর, বাড়ির পার্শ্ববর্তী একটি পানির গর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শিশুটির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?






